Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

স্বাধীনতা দিবসে বিগ বিউটিফুল বিলকে আইনে পরিণত করলেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১, ৫ জুলাই ২০২৫

প্রিন্ট:

স্বাধীনতা দিবসে বিগ বিউটিফুল বিলকে আইনে পরিণত করলেন ট্রাম্প

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে আলোচিত আইনটিতে সই করেছেন। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে বিতর্কিত কর ও ব্যয় ছাঁটাই বিল বিগ বিউটিফুল আইনে পরিণত করেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউসের অনুষ্ঠানে যোগ দেন বিগ বিউটিফুল বিল পাসে সহায়তাকারী কিছু রিপাবলিকান আইনপ্রণেতা। ট্রাম্প বিলটিতে সই করে একে আইনে রূপ দেয়ার সময় তারা দাঁড়িয়ে স্বাগত জানান।

চূড়ান্ত বিলটি সব রিপাবলিকানকে তুষ্ট করতে পারেনি, তবে প্রেসিডেন্ট ও কংগ্রেস তাদের আরোপিত সময়সীমা ৪ জুলাইয়ের মধ্যে বিলটি পাসে সক্ষম হয়েছে।বিলে সইয়ের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা যা করেছি, তা হলো এক বিলে সবকিছুকে রেখেছি।’
 
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিলটিকে নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের সব নীতির প্রতিফলন ও মার্কিন জনগণের আকাঙ্ক্ষার নির্যাস হিসেবে আখ্যা দিয়েছেন। বিল পাস হওয়ার দিনটিকে তিনি আমেরিকার জনগণের বিজয়ের দিন হিসেবে আখ্যা দেন।

রিপাবলিকানদের নিয়ন্ত্রিত কংগ্রেসে ২১৮-২১৪ ভোটে পাস হওয়া এই বিল ট্রাম্পের অভিবাসন অভিযান তহবিল সরবরাহ করবে। একইসঙ্গে, ২০১৭ সালের কর ছাড় স্থায়ী করবে এবং লাখ লাখ মার্কিনকে স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত করবে বলে আশঙ্কা।

হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে ছিল স্টেলথ বোমারু ও ফাইটার জেটের প্রদর্শনী, যা সম্প্রতি ইরানে পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেয়। বিশাল এই আইনি প্যাকেজকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সমর্থকরা অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে দেখছেন। যদিও নিরপেক্ষ বিশ্লেষণ বলছে, এতে যুক্তরাষ্ট্রের ঋণ বাড়বে আরও তিন ট্রিলিয়ন ডলার।