Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

সাইবেরিয়ান ভিসা লাগানো ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৭, ৪ জুলাই ২০২৫

আপডেট: ২২:৫৮, ৪ জুলাই ২০২৫

প্রিন্ট:

সাইবেরিয়ান ভিসা লাগানো ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

ছবি- সংগৃহীত

সাইবেরিয়ান ভিসা সংযুক্ত ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেনাপোল বন্দরে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার  রাত সাড়ে ১১টার দিকে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে তাকে আটক করা হয়।

আটক ট্রাকচালকের নাম বেচারাম প্রামাণিক (৪৩)। তার ট্রাকের নম্বর WB-25,F-4310। গোপন সংবাদের ভিত্তিতে তার বহনকৃত ব্যাগ তল্লাশি করে ২০টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়, যেগুলোর প্রত্যেকটিতে ২৪ জুন তারিখে সাইবেরিয়ার ভিসা লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, ইউরোপীয় দেশগুলোতে অবৈধ প্রবেশের উদ্দেশ্যেই এসব ভিসা সংগ্রহ করা হয়েছিল।

আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, ট্রাকচালক পেট্রাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করলে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এরপর তার ব্যাগ থেকে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পাসপোর্টধারীরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এ ঘটনায় রাতেই বন্দর এলাকায় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক বা অপরাধী চক্রের সদস্য কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আটক ট্রাকচালক ও জব্দকৃত পাসপোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।