Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

লন্ডনের মেয়রকে হত্যার হুমকি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

লন্ডনের মেয়রকে হত্যার হুমকি

ফাইল ছবি

লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। হুমকি পাওয়ার পর নিজের জন্য ২৪ ঘণ্টা পুলিশ পাহারা নেয়ার কথা জানিয়েছেন তিনি। 

টাইমস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাদিক খান বলেন, গত বছরের শেষ দিকে তাকে ২৩৭ বার হত্যার হুমকি দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর আরব নিউজের।

এতবার হুমকি পাওয়ার পর ১৭ বার মামলাও করেন তিনি। এরপর থেকেই লন্ডন পুলিশের পক্ষ থেকে তার নিরাপত্তা জোরদার করা হয়। 

এ বিষয়ে মেয়র বলেন, ‘এটি খুবই দুঃখজনক। লন্ডনের মেয়র হওয়া স্বত্বেও সবসময় পুলিশি পাহারায় নিজের ব্যক্তিগত জীবন পার করতে হবে তা কখনো ভাবিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া হুমকিগুলো খুবই আপত্তিকর এবং অশোভন ভাষায় দেওয়া হয়।’

সাদিক খান মনে করেন, ২০১৬ সালে ব্রিটেনে ব্রেক্সিটবিষয়ক গণভোট অনুষ্ঠিত হওয়ার পর থেকে দেশটিতে ইসলামবিদ্বেষ আগের তুলনায় অনেক বেড়ে গেছে।

২০১৬ সালে ব্রিটেনের ইতিহাসে প্রথম কোনো মুসলিম এবং শেতাঙ্গ নন এমন ব্যক্তি লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হন। পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান লেবার পার্টির প্রার্থী ছিলেন। নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পেয়ে ক্ষমতাসীন রক্ষণশীল পার্টির প্রার্থী জ্যাক গোল্ডস্মিথকে পরাজিত করেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer