Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

১১ ঘণ্টা পর স্বাভাবিক ফেরি চলাচল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

১১ ঘণ্টা পর স্বাভাবিক ফেরি চলাচল

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে টানা ১১ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল। এর আগে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীতে আটকে যায় ৫টি ফেরিসহ শতাধিক যানবাহন।

রোববার সকাল ৯টার দিকে শুরু হয় ফেরি চলাচল। 

শনিবার রাত ১০টা থেকে কুয়াশার কারণে বন্ধ হয় ফেরি চলাচল। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে প্রায় পাঁচ শতাধিক যানবাহন। বাড়তে থাকে যাত্রীদের ভোগান্তি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যার রাত থেকেই আরিচা-কাজিরহাট  ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে  ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৯টার পর থেকে  কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করতে থাকে। এ সময় ফেরি চলাচলের চ্যানেল ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। মার্কিং পয়েন্টও অস্পষ্ট হয়ে যায়।  
 
দুর্ঘটনা এড়ানোর জন্য রাত ১০টার দিকে এ নৌরুটে ফেরি  চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউ টিসি কর্তৃপক্ষ। এ সময় চলাচলরত  ৫টি ফেরি মাঝ নদীতে ১শত ৩ যানবাহন নিয়ে আটকে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা ।