
ফাইল ছবি
খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় পাহাড়ধসে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুপাশে অনেক যান আটকা পড়েছে।
মঙ্গলবার ভোর রাতের দিকে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করে।
জানা যায়, ভারি বৃষ্টির কারণে ভোর রাত ৪টার দিকে সাপমারা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া খাগড়াছড়িগামী যানবাহনগুলো আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের সদস্যরা সড়কের ওপর পড়ে থাকা মাটি সরাতে শুরু করেন।
এদিকে, এখনও সেখানে বৃষ্টি হচ্ছে। ভারি বর্ষণে জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে।
এর আগে, সোমবার (১ জুলাই) দুপুরে ভারি বৃষ্টিপাতের কারণে জেলার বেশ কয়েকটি সড়ক পানির নিচে তলিয়ে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।