
ছবি- সংগৃহীত
নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে বান্দরবানের রুমা উপজেলার পর রোয়াংছড়ি ও থানচিতে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ মার্চ ভোর থেকে এই আদেশ কার্যকর থাকবে। পরবর্তী সিদ্ধান্ত ঘোষণার পূর্ব পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে রুমা, রোয়াংছড়ি ও থানচি ছাড়া জেলার অন্য চার উপজেলায় পর্যটক ভ্রমণ উন্মুক্ত থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সন্ত্রাস নির্মূল ও জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দিতে সেনাবাহিনী ও র্যাব পরিচালিত বিশেষ অভিযানের কারণে গত বছরের ১৭ অক্টোবর থেকে বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিভিন্ন সময়ে কোনো কোনো উপজেলাকে নিষেধাজ্ঞার আওতামুক্ত করা ও পুনরায় নতুন নতুন উপজেলাকে নিষেধাজ্ঞা বলবৎ করা হয়।
গত ১২ মার্চ রোয়াংছড়িতে গুলি করে সেনা সদস্য হত্যার ঘটনা এবং থানচিতে অপহরণ ঘটনার পর আবারও অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।