Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩২, বুধবার ০৭ জানুয়ারি ২০২৬

সাংবাদিক কাজলকে কেন জামিন নয়: হাইকোর্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ১৯ অক্টোবর ২০২০

প্রিন্ট:

সাংবাদিক কাজলকে কেন জামিন নয়: হাইকোর্ট

ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফ‌টো সাংবাদিক শ‌ফিকুল ইসলাম কাজ‌লকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করা হয়েছে।

আগামী ১২ নভেম্বর মামলার কেস ডকেট (সিডি) নিয়ে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।

আদালতে কাজলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরে বাংলা নগর থানায় কাজ‌লসহ ৩২ জ‌নের বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে প্রথম মামলা‌টি ক‌রেন মাগুরা-১ আস‌নের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

Walton
Walton