Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

মোহাম্মদপুরে ভোটকেন্দ্রে সাংবাদিকের ওপর হামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ১ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

মোহাম্মদপুরে ভোটকেন্দ্রে সাংবাদিকের ওপর হামলা

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদে ভোটকেন্দ্রে এক সংবাদকর্মীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই সংবাদকর্মীর নাম মোস্তাফিজুর রহমান সুমন। তিনি আগামী নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।প্রত্যক্ষদর্শীরা জানান, পেশাগত দায়িত্ব পালনকালে সুমনের ওপর আক্রমন করে একদল দুর্বৃত্ত। তার মাথায় লাঠিসোটা দিয়ে হামলা করা হয়।

আহত ওই সংবাদকর্মীকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাংবাদিক সুমন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য।