Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৬ ১৪৩১, শনিবার ১২ অক্টোবর ২০২৪

গুজব ছড়ালে ব্যবস্থা নেয়া হবে: আরাফাত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ২৫ জানুয়ারি ২০২৪

প্রিন্ট:

গুজব ছড়ালে ব্যবস্থা নেয়া হবে: আরাফাত

ফাইল ছবি

সরকারের ব্যর্থতা বিচ্যুতি নিয়ে গণমাধ্যমে সমালোচনা করা যাবে, তবে অপতথ্য বা মিথ্যার আশ্রয় নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর নেতাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, প্রধানমন্ত্রী সমালোচনার ঊর্ধ্বে নন। তবে উনি চান, সমালোচনা যেনো ব্যর্থতা, বিচ্যুতি নিয়ে হয়।

‘কোনো অপপ্রচার, অপতথ্য বা মিথ্যা তথ্য দিয়ে দেশের বিরুদ্ধে কাজ করতে না পারে, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। অর্ধসত্য তথ্য দিয়ে গুজব ছড়ানোর বন্ধে ব্যবস্থা নেয়া হবে,’ বলেন তিনি।  

তথ্যমন্ত্রী মনে করেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। তবে দেশ, পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে বিরুদ্ধাচরণ করা মত প্রকাশের স্বাধীনতা নয়৷
তিনি বলেন, যে গণমাধ্যম পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে, তারা টিকবে। যাদের (পেশাদারিত্ব) নেই, তারা টিকবে না।

‘আমাদের দেশে গণমাধ্যমের অনুমোদন লাগে। বিশ্বের অনেক দেশেই কোনো অনুমোদন লাগেনা। সেটাও ভাবতে হবে,’ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আরাফাত বলেন, সময়ের সঙ্গে প্রযুক্তি এগিয়েছে, সেটা মেনে নিতে হবে। ছাপা পত্রিকা অনলাইনে এসেছে, সেখানে টকশো করছে। আবার টিভি চ্যানেলগুলোও অনলাইনে নিউজ করছে। এসব কিছুই মেনে নিতে হবে। তবে তা নিয়মের মধ্যে থেকে করতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer