Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দেয়া হবে: প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৫, ২৮ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দেয়া হবে: প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

গত ২৮ অক্টোবর রাজধানীতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের খুঁজে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার  গণভবনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার কালে শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

শেখ হাসিনা বলেন, এরই মধ্যে মামলা দেয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদেরকে আমরা কি গলায় মালা দিয়ে বাহবা দেবো? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।

তিনি আরও বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি সন্ত্রাসী সংগঠন। মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়?শেখ হাসিনা বলেন, বিএনপি জানে, নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দলটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer