ফাইল ছবি
ময়মনসিংহ জেলার ১১ টি সংসদীয় আসনের ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তার মধ্যে দুইজন আওয়ামী লীগের প্রার্থী। ময়মনসিংহের জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক
দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান ময়মনসিংহের ১১ টি আসনে ১৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।তারা হলেন-ময়মনসিংহ-২ এডএস,এম, শিব্বির আহাম্মেদ লিটন জাসদ,
সঞ্জিত সাহা জাকের পাটি, ময়মনসিংহ-৩ মোঃ মতিউর রহমান স্বতন্ত্র, মোঃ নজরুল ইসলাম জাকের পার্টি, নাজিম উদ্দিন আহমেদ স্বতন্ত্র, বিশ্বজিৎ ভাদুড়ী বাংলাদেশ তরীকত ফেডারেশন, ময়মনসিংহ-৪ কামাল উদ্দিন জাকের পার্টি,এডভোকেট নজরুল ইসলাম চুন্নু জাসদ, ময়মনসিংহ-৫মোঃ শামসুল আলম খান সাংবাদিক জাসদ, মোঃ আব্দুল হাই আকন্দ আওয়ামী লীগ, ময়মনসিংহ-৬ এস. এম দেলোয়ার হোসেন জাকের পার্টি, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু জাসদ, ময়মনসিংহ-৭ মোঃ জুয়েল রানা জাকের পাটি,
রতন কুমার সরকার জাসদ, মোঃ আমিনুল হক শামীম স্বতন্ত্র, ময়মনসিংহ-৮ মোঃ আব্দুছ ছাত্তার আওয়ামী লীগ,ময়মনসিংহ-৯ মোঃ শফিকুল আলম জাকের পার্টি, ময়মনসিংহ-১০ মোহাম্মদ আনোয়ারা হোসেন খানজাকের পার্টি, ময়মনসিংহ-১১ মোঃ সাদিক হোসেন জাসদ।