Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ময়মনসিংহের আওয়ামী লীগের দুইজনসহ ১৯ জনের মনোনয়নপত্র প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ১৭ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

ময়মনসিংহের আওয়ামী লীগের দুইজনসহ ১৯ জনের মনোনয়নপত্র প্রত্যাহার 

ফাইল ছবি

ময়মনসিংহ জেলার ১১ টি সংসদীয় আসনের ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন  তার মধ্যে দুইজন আওয়ামী লীগের প্রার্থী। ময়মনসিংহের জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক

দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান ময়মনসিংহের ১১ টি আসনে ১৯ জন  মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।তারা হলেন-ময়মনসিংহ-২ এডএস,এম, শিব্বির আহাম্মেদ লিটন জাসদ,

সঞ্জিত সাহা জাকের পাটি, ময়মনসিংহ-৩ মোঃ মতিউর রহমান স্বতন্ত্র, মোঃ নজরুল ইসলাম জাকের পার্টি, নাজিম উদ্দিন আহমেদ স্বতন্ত্র, বিশ্বজিৎ ভাদুড়ী বাংলাদেশ তরীকত ফেডারেশন, ময়মনসিংহ-৪ কামাল উদ্দিন জাকের পার্টি,এডভোকেট নজরুল ইসলাম চুন্নু জাসদ, ময়মনসিংহ-৫মোঃ শামসুল আলম খান সাংবাদিক জাসদ, মোঃ আব্দুল হাই আকন্দ আওয়ামী লীগ, ময়মনসিংহ-৬ এস. এম দেলোয়ার হোসেন জাকের পার্টি, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু জাসদ, ময়মনসিংহ-৭ মোঃ জুয়েল রানা জাকের পাটি,

রতন কুমার সরকার জাসদ, মোঃ আমিনুল হক শামীম স্বতন্ত্র, ময়মনসিংহ-৮ মোঃ আব্দুছ ছাত্তার আওয়ামী লীগ,ময়মনসিংহ-৯ মোঃ শফিকুল আলম জাকের পার্টি, ময়মনসিংহ-১০ মোহাম্মদ আনোয়ারা হোসেন খানজাকের পার্টি, ময়মনসিংহ-১১ মোঃ সাদিক হোসেন জাসদ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer