Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

উইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা : নতুন চমক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ৩০ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

উইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা : নতুন চমক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। শনিবার১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

ওয়ানডে সিরিজের নতুন মুখ পেসার হাসান মাহমুদ ডাক পেয়েছেন টেস্ট দলেও। ইনজুরি শঙ্কা কাটিয়ে লাল বলের ক্রিকেটে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলি রাব্বিকেও রাখা হয়েছে এই দলে। ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায় ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশের টেস্ট দল:

মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, সাইফ হাসান, আবু জায়েদ, হাসান মাহমুদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables