Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

তামিমের লাইভ শো শেষ হচ্ছে শনিবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ২১ মে ২০২০

প্রিন্ট:

তামিমের লাইভ শো শেষ হচ্ছে শনিবার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের নিয়ে সোশাল মিডিয়ায় তার সিরিজ লাইভ শো (আড্ডা) শেষ করবেন শনিবার রাতে।

শেষ পর্বে তামিমের সাথে যোগ দেবেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।তামিমের জনপ্রিয় এ অনুষ্ঠানের শেষ পর্বটি রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময়) প্রচারিত হবে।

তামিম তার ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানকেও শেষ শো’তে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সাকিব ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বিকালে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে লাইভ শো’তে তামিম ঘোষণা করেন যে তার পরবর্তী এবং শেষ পর্বটি শনিবার রাতে প্রচারিত হবে।

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে সব ধরনের খেলাধুলার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের বিনোদন দিতে গত ২ মে থেকে এ লাইভ সেশন শুরু করেন তামিম ইকবাল।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables