Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ১৪ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ছবি- সংগৃহীত

ঢাকা : ইন্দোর টেস্টে টস জিতে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। পরপর দুই ওভারে বিদায় নেন দুই ওপেনার ইমরুল কায়েস ও শাদমান ইসলাম।এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯ রান করেছে বাংলাদেশ। উইকেটে আছেন মুমিনুল হক (৩) এবং মোহাম্মদ মিঠুন (৩)।

দলীয় ষষ্ঠ ওভারের শেষ বলে উমেষ যাদবের শিকার হন ইমরুল কায়েস। বল খোঁচা দিতে গিয়ে স্লিপে থাকা আজিঙ্কা রাহানের ক্যাচেই তাকে সাজ ঘরে ফিরতে হয়। ১৮ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। পরের ওভারের শেষ বলে ইশান্ত শর্মার গতির কাছে হার মানের আরেক ওপেনার শাদমান ইসলাম। তিনি ২৪ বলে ৬ রান করেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এ টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক ঘঠে মুমিনুল হকের।

চলতি বছরে শুরু হয়েছে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, শাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ : মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন আশ্বিন, উমেষ যাদব, মোহাম্মদ শামী, ইশান্ত শর্মা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables