Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

ইউরোর বাছাইয়ে গ্রুপ পর্বে শীর্ষে জার্মানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ১০ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

ইউরোর বাছাইয়ে গ্রুপ পর্বে শীর্ষে জার্মানি

ঢাকা : উইয়েফা ইউরো বাছাইপর্বে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছিল নর্দার্ন আয়ারল্যান্ড। জয়ের ধারা অব্যাহত ছিল দলটির। শেষপর্যন্ত জার্মানির কাছে এসে হারের স্বাদ নিতে হলো আয়ারল্যান্ডকে।

সোমবার রাতে বেলফাস্টে ‘সি’ গ্রুপের খেলায় ২-০ গোলে জিতে যায় জার্মানি। শুরু থেকেই বল দখলে রেখে খেলতে থাকে সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে দুদলের কেউই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে এসে নর্দার্ন আয়ারল্যান্ডের জালে বল পাঠায় জার্মানি। ৪৮তম মিনিটে গোলটি করেন মার্সেল হাসটেনবার্গ। খেলার অতিরিক্ত সময়েও আয়ারল্যান্ড গোলের মুখ দেখেনি। উল্টো যোগ করা সময়ে গোল হজম করে বসে। জার্মানির জিনাব্রির পা থেকে গোলটি আসে।

পাঁচ ম্যাচ খেলে চারটি জয় পায় জার্মানি। গ্রুপের শীর্ষে ওঠে দলটির এখন পয়েন্ট ১২। অপরদিকে প্রথম চার ম্যাচে জেতা নর্দার্ন আয়ারল্যান্ডের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables