Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাছাইপর্বের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ৪ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

বাছাইপর্বের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

হ্যাটট্রিক জয়ে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছেন সালমা খাতুন-সানজিদারা। মঙ্গলবারের ম্যাচে স্কটল্যান্ডের ডান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে বৃষ্টি আইনে ১৩ রানে জেতে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে তিন ম্যাচেই জয় পেল মেয়েরা।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ড। বৃষ্টি বাধায় ম্যাচ ১৭ ওভারে নেমে আসে। দলের দুই ওপেনার সানজিদা ইসলাম ও মরশীদা খাতুন যথাক্রমে দলের ১৬ রান ও ৪৭ রানে আউট হন। ওপেনার মুরশীদা ২ চারে ২৬ রান করেন। তিনে নেমে নিগার সুলতানা ৩৭ বলে ৩৫ রান করেন। মিডল অর্ডারে ফারজানা হক খেলেন ২২ বলে ২৩ রানের ইনিংস। বাংলাদেশ ৪ উইকেটে ১০৪ রান তুলতে পারে।

বৃষ্টির কারণে স্কটিশদের ইনিংস ৮ ওভারে নামিয়ে আনা হয়। ৮ ওভারে ৬৩ রানের লক্ষ্য পাওয়া স্কটল্যান্ড শেষ পর্যন্ত ৬ উইকেটে ৪৯ রান তুলতে পারে। স্কটল্যান্ডের ওপেনার কে ব্র্যাইসই দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন নাহিদা আক্তার, রিতু মনি ও খাদিজা তুল কুবরা।

বাংলাদেশ এর আগে যুক্তরাষ্ট্র এবং নামিবিয়ার বিপক্ষে জয় পেয়েছে। নামিবিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল। কিন্তু বৃষ্টির কারণে হয়নি। পরে দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পায় বাংলাদেশ দলের মেয়েরা। পরের দিন রিজার্ভ ডেতে নামিবিয়ার বিপক্ষে জয় পায় সালমা খাতুনরা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables