Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

ভারতীয় ক্রিকেটারদের ডোপ টেস্ট করা বাধ্যতামূলক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ১০ আগস্ট ২০১৯

প্রিন্ট:

ভারতীয় ক্রিকেটারদের ডোপ টেস্ট করা বাধ্যতামূলক

ঢাকা : ভারতীয় ক্রিকেটারদের প্রত্যেককে ডোপ টেস্ট তথা মাদক পরীক্ষা করা বাধ্যতামূলক। শুক্রবার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্তই নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

সম্প্রতি ভারতীয় তরুণ তারকা ক্রিকেটার পৃথ্বি শ ডোপ টেস্ট করলে তা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকেই ক্রীড়া মন্ত্রণালয়ের চাপে তারা সম্মতি জানালো যে, এখন থেকে তাদের ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করবে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা)।

শুক্রবার বিসিসিআইর প্রধান নির্বাহী রুহুল জহুরির সঙ্গে দেখা করেন ক্রীড়ামন্ত্রী রাধেশ্যাম ঝুলানিয়া। তিনিই জানান, ডোপবিরোধী নীতিমালার সঙ্গে যুক্ত হতে সম্মতি জানিয়ে লিখিত বিবৃতি দিয়েছে বোর্ড।