Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৯ ১৪৩২, মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫

বেরসিক বৃষ্টি থামিয়ে দিল জমজমাট ফাইনাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬, ১৭ মে ২০১৯

প্রিন্ট:

বেরসিক বৃষ্টি থামিয়ে দিল জমজমাট ফাইনাল

ঢাকা : বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটি সাময়িক বন্ধ রয়েছে। ডাবলিনে মালাহাইডে শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হয়। ২০ ওভারে আসলে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ফলে আম্পায়ার খেলা বন্ধের সিদ্ধান্ত নেয়।

এর আগে ত্রিদেশীয় সিরিজে শিরোপা লড়াইয়ের ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন মাশরাফি বিন মর্তুজা। ব্যাটে নেমে সাবধানী শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পরে শেই হোপের ফিফটি ও সুনিল আমব্রিসের ফিফটির উপর ভর করে ১৩১ রান করে ক্যারাবীয়রা। এতে হারাতে হয়নি কোনো উইকেট।

আজকের ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই খেলছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত শূন্য উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২০ ওভারে ১৩১ রান।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables