ছবি-এপি
ঢাকা : কোপা আমেরিকায় পেরুর বিপেক্ষ টাইব্রেকারে ৪-২ ব্যবধানের জয় দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল কলম্বিয়া।
কোপা আমেরিকার গত দুই আসরে শেষ চারের লড়াইয়ে অংশ নিলেও এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে পেরুকে। সেমিফাইনালে কলম্বিয়াকে খেলতে হবে মেক্সিকো ও চিলির মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে।
নির্ধারিত ৯০ মিনিটের খেলার পর কোনো অতিরিক্ত সময়ের খেলা নেই কোপা আমেরিকার বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ সংস্করণে। পেরু-কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তাই নির্ধারিত ৯০ মিনিট পরেই দুই দলের ফুটবলারদের নামতে হয় টাইব্রেকারের লটারিতে।
সেখানে গোলরক্ষক ডেভিড ওসপিনার দারুণ নৈপুণ্যে জয় পেয়ে গেছে কলম্বিয়া। প্রথম দুটি পেনাল্টি ঠিকঠাক নিতে পারলেও তৃতীয়বারের বেলায় ব্যর্থ হয়েছে পেরু। মিডফিল্ডার মিগুয়েল ট্রাউকোর শট রুখে দেন ওসপিনা।
চাপের মুখে চতুর্থ পেনাল্টি নিতে এসে গোলপোস্ট লক্ষ্য করে শটই নিতে পারেননি পেরুর মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কুয়েভা। অন্যদিকে প্রথম চারটি শটেই লক্ষ্যভেদ করায় ৪-২ ব্যবধানের জয় পেয়ে যায় কলম্বিয়া।