Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩১, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

ক্রীড়াঙ্গন সংস্কারে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ৩০ আগস্ট ২০২৪

প্রিন্ট:

ক্রীড়াঙ্গন সংস্কারে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন

ফাইল ছবি

দে‌শের ক্রীড়া ফেডা‌রেশন, অ্যাসো‌সি‌য়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠুভা‌বে প‌রিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব উপস্থাপনের জন‌্য পাঁচ সদ‌স্যের একটি সার্চ ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্প‌তিবার সহকারী সচিব হুমায়ন কবীরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হ‌য়।

সার্চ কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া‌বিদ ও সা‌বেক জাতীয় ব‌্যাডমিন্টন চ‌্যা‌স্পিয়ন মো. জোবায়দুর রহমান রানা। ক‌মি‌টির অন‌্য সদস্যরা হ‌লেন— সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, ক্রীড়া সাংবাদিক ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মন্টু কায়ছার।

সার্চ ক‌মি‌টি জাতীয় ক্রীড়া প‌রিষদ আইন ২০১৮ এর আলোকে ফেডা‌রেশন, অ্যাসো‌সি‌য়েশন ও সংস্থারগু‌লোর চলমান কার্যক্রম সস্প‌র্কিত বিষয় পর্যা‌লোচনা ক‌রে আগামী দুই মা‌সের ম‌ধ্যে সরকা‌রের কাছে প্রস্তাব আকা‌রে পেশ করবে ব‌লে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer