Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

চা বাগানের রাস্তায় গাড়িচাপায় মারা যাচ্ছে সাপসহ বন্যপ্রাণি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৭, ৭ অক্টোবর ২০২১

প্রিন্ট:

চা বাগানের রাস্তায় গাড়িচাপায় মারা যাচ্ছে সাপসহ বন্যপ্রাণি

ছবি- বহুমাত্রিক.কম

চা-বাগান এলাকায় গাড়িচাপায় একটি দাঁড়াস সাপের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জের ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) পাত্রখলা চা বাগান কবরস্থান এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় প্রায় ৫ ফুট লম্বা সাপটি মারা যায়।

প্রত্যক্ষদর্শী রুহুল ইসলাম হৃদয় জানান, রাস্তায় সাপটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে সাপটিকে উদ্ধার করে নির্ঝন একটা স্থানে নিয়ে কবর দেই। সাপটি প্রায় ৫ ফুট লম্বা হবে।

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, এ পথে দ্রুত গতিতে গাড়ি চলাচল করছে বলে মাঝে মধ্যে গাড়িচাপায় সাপসহ বন্যপ্রাণি মারা যাচ্ছে। গাড়িগুলোর নিয়ন্ত্রণ থাকলে অনেকাংশে প্রাণির মৃত্যুর হাত থেকে রক্ষা পেত।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer