Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

মঙ্গলবার থেকে আরও বাড়তে পারে তাপমাত্রা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ২০ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

মঙ্গলবার থেকে আরও বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা : আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে।শনিবার আবহাওয়া অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables