Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৩ ১৪৩২, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্টি হবে লঘুচাপ : ভারি বৃষ্টির শঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ২৬ মে ২০২৫

প্রিন্ট:

বঙ্গোপসাগরে সৃষ্টি হবে লঘুচাপ : ভারি বৃষ্টির শঙ্কা

ফাইল ছবি

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে করে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি বাড়তে পারে।সোমবার সকালে দেয়া নিয়মিত আবহাওয়া বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে মাসের শুরুতে আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছিল, চলতি মাসের শেষ দিকে সাগরে একটি নিম্নচাপ হতে পারে। এ থেকে একটি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে।
 
আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, গত কয়েকদিন থেকেই আমরা লঘুচাপের কথা বলে আসছি। লঘুচাপটি আগামীকাল সৃষ্টি হতে পারে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনও বলা যাচ্ছে না।
 
এটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তবে এর নাম হবে ‘শক্তি’। নামটি শ্রীলঙ্কার দেয়া।তিনি আরও বলেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে এই বৃষ্টি। এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পরে।
 
কোন কোন বিভাগে হবে ভারি বৃষ্টি

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানান, লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনিসংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো আগামী ২৯, ৩০, ও ৩১ শে মে রেকর্ড- ব্রেকিং পরিমাণে বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এই তিন দিনে বাংলাদেশের ও ভারতের আসাম, ও মেঘালয় রাজ্যের ওপরে ৫০০ মিলিমিটার এর বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
 
তিনি আরও জানান, ভারি বৃষ্টিপাত কোন বিভাগে বেশি হবে তা নির্ভর করতেছে লঘুচাপটি ঠিক উপকূলের কোন স্থানের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ও ঠিক কত ধীরে স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করবে। যদি খুলনা বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে তবে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রংপুর বিভাগ ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোতে। যদি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে তবে ভারি ভারি বৃষ্টি হবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে।