Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

লিবিয়ায় বিস্ফোরণে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৪, ১৭ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

লিবিয়ায় বিস্ফোরণে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ঢাকা : লিবিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাতে আল–জাওয়াইয়া শহরের অদূরে মুত্তত এলাকায় এ ঘটনা ঘটে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, গত বুধবার নিজেদের ঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময়ে সিলিন্ডার বিস্ফোরণে পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৫ বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন। 

অন্য শ্রমিকরা এসে তাঁদের উদ্ধার করে আল-জাওয়াইয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রোগীদের অবস্থার অবনতি হলে দ্রুত ত্রিপলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. মোস্তফা, বেলাল হোসেন এবং আবু হানিফ মারা যান। চুন্নু মিয়া ও দুলাল আহমেদ নামে অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে সংশ্লিষ্ট দূতাবাসকে জানিয়েছেন চিকিৎসকরা। হতাহতদের সবার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া ভিটাখালী ইউনিয়নে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer