ছবি: সংগৃহীত
গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের ২৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে বাসন এলাকার আউটপাড়ায় তিনটি মোটরসাইকেলে আসা ছয় ছিনতাইকারী এই তাণ্ডব চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এজেন্টের পথরোধ করে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং চোখের পলকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। ছিনতাইয়ের এই ঘটনায় ভিকটিম শারীরিকভাবে অক্ষত থাকলেও প্রচণ্ড আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। অপরাধীদের ধরতে বর্তমানে ওই এলাকায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেশ কিছু আলামতও সংগ্রহ করেছি। জড়িতদের শনাক্ত করে দ্রুতই গ্রেফতারে কাজ করছি।’




