Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫

ডেমরায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ১২ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

ডেমরায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

ফাইল ছবি

রাজধানীর ডেমরায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন- ইরাম রেদওয়ান (২৫) ও তপু আহমেদ (২৫)। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তারা। পথে কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুজন গুরুতর আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফারুক আরও জানান, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables