Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫

জাবির ভর্তি পরীক্ষা ১৬ জুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ২৪ মার্চ ২০২৩

প্রিন্ট:

জাবির ভর্তি পরীক্ষা ১৬ জুন

ছবি: সংগৃহীত

আগামী ১৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে ২৪ জুন পর্যন্ত। এছাড়া ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন চলবে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের নেতৃত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ জুন থেকে থেকে ২৪ জুন ঠিক করা হয়েছে।গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে। তবে এবার ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সঙ্গে চারুকলা বিভাগের আলাদা ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে এ বছর পাঁচ ইউনিটের জায়গায় সাতটি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables