Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

চিকিৎসা নিতে সিঙ্গাপুরে এন্ড্রু কিশোর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ১০ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

চিকিৎসা নিতে সিঙ্গাপুরে এন্ড্রু কিশোর

ঢাকা : চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী এবং চিকিৎসার তদারকিতে থাকা সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।

মঙ্গলবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ডাক্তারের সঙ্গে এন্ড্রু কিশোরের সাক্ষাৎ হওয়ার কথা। জাহাঙ্গীর সাঈদ।বলেন, ‘এন্ড্রু কিশোরের শরীরের ওজন কমে গেছে। সে কারণে দুই সপ্তাহ আগে আমরা সিঙ্গাপুরের এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিই। আগামীকাল ডাক্তার দেখে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর তাঁর শরীরের সর্বশেষ অবস্থা বলতে পারবেন। সব কিছু নিয়ন্ত্রণে থাকলে ১৪ সেপ্টেম্বর আমরা দেশে ফিরে আসব।’

অন্য একটি সূত্রে জানা গেছে, এন্ড্রু কিশোরের কিডনির ওপরের একটি গ্রন্থি ফুলে গেছে। ফলে তাঁর শরীরে হরমোনজাতীয় বিভিন্ন সমস্যা হচ্ছে। এতে করে তাঁর ওজন কমে গেছে। সেই সূত্র আরো জানায়, দেশের প্রধানমন্ত্রী এবং বড় বোন হিসেবেই ৮ সেপ্টেম্বর এন্ড্রু কিশোরকে ১০ লাখ টাকার চেক দিয়েছেন শেখ হাসিনা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables