Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩১, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

বিকেলে আসছে শাফিনের মরদেহ : মঙ্গলবার কাল দাফন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ২৯ জুলাই ২০২৪

আপডেট: ১০:১৩, ২৯ জুলাই ২০২৪

প্রিন্ট:

বিকেলে আসছে শাফিনের মরদেহ : মঙ্গলবার কাল দাফন

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখানে ২০ জুলাই একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল এই শিল্পীর। তবে তার আগেই অসুস্থ হয়ে পড়েন এবং শেষমেশ চলে যান না ফেরার দেশে।

শাফিন আহমেদের মৃত্যুর পরের দিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি স্থানীয় মসজিদে তাঁর প্রথম জানাজা হয়। ২৯ জুলাই বিকেলে শাফিনের মরদেহ ঢাকায় আসার কথা রয়েছে। মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে বাবা কমল দাশগুপ্ত ও মা ফিরোজা বেগমের পাশে তাঁকে দাফন করা হবে

শিল্পীর পরিবার থেকে জানানো হয়েছে, ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর গুলশান কমিউনিটি মসজিদে হবে শাফিনের কুলখানি।

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘আজ জন্মদিন তোমার’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা...এ অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer