Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন এপ্রিলে: মোজাম্মেল হক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ১ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন এপ্রিলে: মোজাম্মেল হক

ঢাকা : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী এপ্রিল মাসে দেশের সব মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিন্ন কোনো পথে মুক্তিযোদ্ধা সংসদ চালানোর সরকারের ইচ্ছে নেই।

শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, রাজাকারের তালিকা অবশ্যই প্রকাশিত হবে। তবে মার্চ মাসে হচ্ছে না। কারণ এ তালিকা তৈরিতে সব স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করার জন্য একটু সময় নিচ্ছি।

তিনি বলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের তথ্য সম্বলিত যে বীরগাঁথা তৈরি করেছেন তা আমাদের কাছে হস্তগত হয়েছে। এটি অত্যান্ত প্রশংসিত হয়েছে। আমরা আশা করছি একইভাবে সারাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাস যাতে সংরক্ষিত হয়। সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেবো।

মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুনভাবে যাচাই-বাছাইয়ে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে সারাদেশে প্রায় ৭০ হাজার আপিল করেছেন। সেই আপিলের ফলাফলই হবে মুক্তিযোদ্ধাদের সর্বশেষ তালিকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer