Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৪ ১৪৩১, রোববার ১৯ মে ২০২৪

রাফাহ শহরে প্রবেশ করেছে ইসরাইলি ট্যাংক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ৭ মে ২০২৪

আপডেট: ১৪:১৫, ৭ মে ২০২৪

প্রিন্ট:

রাফাহ শহরে প্রবেশ করেছে ইসরাইলি ট্যাংক

ফাইল ছবি

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে প্রবেশ করেছে ইসরাইলি ট্যাংক। একজন ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা ও একজন মিসরীয় কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন। 

মঙ্গলবার গাজা সীমান্ত কর্তৃপক্ষের একজন মুখপাত্র এপিকে জানিয়েছে বলা হয়, ইসরাইলি ট্যাংকের উপস্থিতিতে গাজায় সাহায্য সরবরাহের প্রধান পথ রাফা ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।

মিসরীয় কর্মকর্তা বলেন, অঞ্চলটিতে অভিযান সীমিত পরিসরে হবে বলে মনে হচ্ছে। ওই কর্মকর্তার পাশাপাশি আল-আকসা টিভি বলেছে, ইসরাইলি কর্মকর্তারা মিসরকে জানিয়েছে, তাদের বাহিনী অভিযান শেষ করার পরে প্রত্যাহার করা হবে।

রাফায় ট্যাংক অনুপ্রবেশের বিষয়ে অবশ্য মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। 

এপি জানিয়েছে, রাফার মিসরীয় প্রান্তে নিয়োজিত ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা ও মিসরীয় কর্মকর্তা তাদের নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন। কারণ তাদের গণমধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নেই।

এদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরাইলি সামরিক বাহিনীর বোমাবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer