Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

দ্বিতীয় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা বিটিআরসিকে দিল রবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

দ্বিতীয় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা বিটিআরসিকে দিল রবি

ঢাকা : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ২য় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করেছে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবি। আদালতের নির্দেশ অনুযায়ী এ টাকা পরিশোধ করা হয়।বুধবার টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিটিআরসির মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান।

তিনি জানান, চলতি মাসের মাঝামাঝিতে রবি ২য় কিস্তির টাকা পরিশোধ করেছে!গত ৫ জানুয়ারি বিটিআরসির পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। পাঁচ মাসের মধ্যে পাঁচ কিস্তিতি এ টাকা পরিশোধ করতে বলেন আদালত। অন্যথায় বিটিআরসি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে আদেশ দেন আদালত।

এরআগে রোববার (২৩ ফেব্রুয়ারি) আদালতের নির্দেশ মেনে বিটিআরসির পাওনা টাকার মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করে গ্রামীণফোন।