Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫

আটকের পর ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৪, ১৮ মে ২০২৫

প্রিন্ট:

আটকের পর ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া

ফাইল ছবি

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার দুপুরে বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির এক পুলিশ কর্মকর্তা  বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে রোববার দুপুরে থাইল্যান্ডের উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানেই বাধার মুখে পড়েন অভিনেত্রী।

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সূত্র জানায়, হত্যাচেষ্টার ওই মামলায় আটক দেখানোর পর ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে।

বলা দরকার, নুসরাত ফারিয়া ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables