Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৮ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৫, ১২ মে ২০২৫

প্রিন্ট:

জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

ফাইল ছবি

‘অপারেশন সিঁদুর’ সফলভাবে সম্পন্ন করার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সন্ত্রাসবাদ এবং পারমাণবিক হুমকি মোকাবিলায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সোমবার স্থানীয় সময় রাত ৮টায় প্রচারিত এ ভাষণে মোদি এ মন্তব্য করেন। খবর এনডিটিভি।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের চোখ রাঙানি আর সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি টিকে থাকতে হয়, তাদের নিজস্ব সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে ফেলতে হবে। ‘সন্ত্রাস’ আর ‘আলোচনা’—এই দুটি কখনোই একসঙ্গে চলতে পারে না।

প্রধানমন্ত্রী জানান, দেশের সেনাবাহিনী সবসময় প্রস্তুত এবং সতর্ক রয়েছে। স্থল, আকাশ ও সমুদ্র—৩টি ক্ষেত্রেই ভারতীয় বাহিনী শত্রু মোকাবিলায় সর্বোচ্চ সক্ষমতা দেখিয়েছে।

তিনি বলেন, আমাদের সেনারা একটি ‘নতুন স্বাভাবিকতা’ তৈরি করেছে। ভবিষ্যতেও প্রয়োজন হলে আমরা সমুচিত জবাব দেব। কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল ভারত মেনে নেবে না।

‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গে মোদি বলেন, এ অভিযানে ভারতের যে সাফল্য এসেছে, তা দেশের সব মা ও নারীদের উৎসর্গ করা হচ্ছে। জঙ্গিরা এখন বুঝে গেছে মা-বোনদের সিঁদুর মোছার কী পরিণতি হতে পারে—উল্লেখ করেন তিনি।

ভাষণে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে মোদি বলেন, ওরা আমাদের স্কুল-কলেজ, নাগরিকদের ঘরবাড়ি ও মন্দির লক্ষ্যবস্তু করেছিল। কিন্তু সেসব আঘাত সফল হয়নি। গোটা বিশ্ব দেখেছে কীভাবে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আমাদের প্রযুক্তির কাছে ধুলায় মিশে গেছে। আকাশেই আমরা তাদের ধ্বংস করে দিয়েছি।

মোদি দাবি করেন, গত তিন দিনে পাকিস্তান এমন প্রতিরোধের সম্মুখীন হয়েছে, যা তারা কল্পনাও করতে পারেনি। এখন তারা বাঁচার রাস্তা খুঁজছে এবং আন্তর্জাতিক মহলের দ্বারে দ্বারে ঘুরছে।

তিনি জানান, ১০ মে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের ডিজিএমওর (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস) সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু তার আগেই আমরা পাকিস্তানের ভূখণ্ডে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি।

শেষে মোদি দৃঢ় কণ্ঠে বলেন, ভারত শান্তি চায়, কিন্তু আত্মসমর্পণ নয়। আমরা বিশ্বাস করি, আত্মরক্ষা আর প্রতিরোধ এখন আমাদের নীতি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer