Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩১ ১৪৩২, শনিবার ১৬ আগস্ট ২০২৫

টানা বৃষ্টিতে পাহাড় ধসে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭, ১৯ জুন ২০২৫

প্রিন্ট:

টানা বৃষ্টিতে পাহাড় ধসে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক বন্ধ

ছবি- সংগৃহীত

টানা ভারী বৃষ্টির ফলে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের সংযোগকারী গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়কের (এনএইচ-১০) দুটি জায়গায় ধস নেমেছে। মল্লি ও লিখু ভীর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

এছাড়া নামচি-জোরথাং রোডেও ধসের কারণে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। ঘটনাস্থলে বড় মাত্রায় কাদামাটি ও পাথর জমে থাকায় রাস্তা পরিষ্কারে জোরদার উদ্যোগ শুরু করেছে প্রশাসন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঢালে স্থিতিশীলতা নষ্ট হয়, যার ফলেই এই ধসের ঘটনা। পুরো ঘটনার ফলে আটকে পড়েছেন বহু পর্যটক ও পণ্যবাহী ট্রাক। এনএইচ-১০-এ ভ্রমণকারীদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। 

এতে বলা হয়েছে, পরিস্থিতি না স্বাভাবিক হওয়া পর্যন্ত যাত্রা এড়িয়ে চলতে এবং বিকল্প পথ ব্যবহার করতে। 

পথচারী, পর্যটক ও গাড়ি চালকদের উদ্দেশে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, লিখু ভীর ও মল্লি সংলগ্ন এলাকায় পাথর ও ধস পড়ার ঘটনা ক্রমাগত ঘটছে। পরিস্থিতি অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুরোধ করা হচ্ছে, এই পথে অপ্রয়োজনীয় যাত্রা স্থগিত রাখুন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables