
ফাইল ছবি
পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বড় কোন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। একইদিন ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকও আহ্বান করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। পাশাপাশি বেলা ১১টায় ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠক আহ্বান করা হয়েছে।
ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তানে হামলা নিয়ে ‘ব্রিফ’ করতে সর্বদলীয় বৈঠক ডেকেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সূত্র জানায়, বৈঠকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সরকারের পক্ষ থেকে পাকিস্তানে অভিযান সম্পর্কে অবহিত করা হবে। এছাড়া পাকিস্তান যদি পাল্টা হামলা চালায় সেই ক্ষেত্রে কোন অবস্থান গ্রহণ করা হবে তা নিয়েও বিরোধী দলের নেতাদের মতামত নেবে কেন্দ্র।
এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠেয় সিসিএস বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে বুধবার নরেন্দ্র মোদি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি তাকে ‘অপারেশন সিন্দুর’ সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি ভবন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে।
এদিকে দু’পক্ষের হামলা পাল্টা হামলার মধ্যেই ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।