
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা মন্তব্য ‘মানহানিকর’ প্রমাণিত হওয়ায় দুই বছরের সাজা পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।আর সেই সাজার জের ধরেই খোয়া গেছে তার সংসদ সদস্য পদ।
রাহুলকে বিজেপি শাসিত লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে।তবে কারাদণ্ড হলেও একমাসের জামিনে আছেন এই কংগ্রেস নেতা।সংসদ সদস্য পদ হারানোর পর রাহুল বলেছেন, যে মূল্যই দিতে হোক না কেন দেশের জন্য তার লড়াই অব্যাহত থাকবে।এক টুইটে রাহুল বলেছেন, ‘আমি ভারতের কণ্ঠস্বরের জন্য লড়ে যাবো।’ ‘তাতে যা মূল্য দিতে হয়, তা দেওয়ার জন্য আমি প্রস্তুত।শুক্রবারই রাহুলকে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা থেকে বহিষ্কার করা হয়।সাজাপ্রাপ্ত হওয়ায় আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়েও আছে শঙ্কা।