Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

আগামী সপ্তাহে রামপালে উৎপাদন চালু হচ্ছে: প্রণয় ভার্মা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ৪ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

আগামী সপ্তাহে রামপালে উৎপাদন চালু হচ্ছে: প্রণয় ভার্মা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এ বিষয়ে কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার সকালে বাংলাদেশ ভারতের যৌথ মালিকানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

প্রণয় ভার্মা বলেন, কয়লা সংকটে বন্ধ থাকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী সপ্তাহে পুনরায় চালু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে দ্বিতীয় ইউনিট চালু হবে। এ ছাড়া সব ধরনের পরিবেশগত বিষয় বিবেচনা করে প্লান্ট পরিচালনা করা হচ্ছে। ফলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।

এ সময় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানির (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাইদ আকরাম উল্লাহ, প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডেসহ ভারতীয় হাইকমিশন ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় হাইকমিশনার প্রণয় ভার্মা তার সফরসঙ্গীদের নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে আসেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপন ঘুরে দেখেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer