Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুর দীর্ঘদিন ধরে বন্ধ রেলস্টেশনের অনুসন্ধান কেন্দ্র

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৫, ৫ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দিনাজপুর দীর্ঘদিন ধরে বন্ধ রেলস্টেশনের অনুসন্ধান কেন্দ্র

ছবি-বহুমাত্রিক.কম

দিনাজপুর : দিনাজপুর রেল স্টেশনে অনুসন্ধান কেন্দ্রটি এক মাসেরও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে। এতে যাত্রীদের ভোগান্তির বাড়ছে।

রেল স্টেশন থেকে যাদের বাড়ী দুরে অথবা অন্য উপজেলায় তারা রেল যাত্রার সময় সূচি, টিকিটের দাম, টিকিট খোলা ও বন্ধের সময় সূচি এবং রেল গাড়ীর অন্যান্য তথ্য টেলিফোন ও মোবাইলের মাধ্যমে সংগ্রহ করে থাকেন। কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত তথ্য অনুসন্ধান কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় রেল পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রেল যাত্রীরা।

অনুসন্ধান কেন্দ্রের লিজ গ্রহণকারী জানান, কেন্দ্রটির ভাড়া বেশি ও দফায় দফায় ভাড়া বৃদ্ধির ফলে লাভের চেয়ে লোকসান বেশি গুণতে হয়। লিজ গ্রহণকারী কেন্দ্রটির পক্ষ ভাড়া নিয়ে সেখানে ব্যবসা পরিচালনা করেন ও অনুসন্ধানের কার্যক্রম চালিয়ে যান। যেটির ভাড়া ছিল ৪ হাজার টাকা সেটা বৃদ্ধি করে বর্তমানে ৬ হাজার টাকা করা হয়েছে। তাই লীজ গ্রহণকারী আর নবায়ন করেননি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables