Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে আদালতের দ্বারস্থ রোশন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩২, ৭ জুন ২০২১

প্রিন্ট:

শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে আদালতের দ্বারস্থ রোশন

নুসরাত-নিখিল-যশের ত্রিকোণ কাহিনি নিয়ে সরগরম টালিগঞ্জ। এর মাঝেই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গল্পে নতুন মোড়। গত বছর থেকে আলাদা থাকছেন রোশন-শ্রাবন্তী। তবে এবার জানা গেল, এক বছর ধরে চলা দাম্পত্যের তিক্ততা ভুলে আবারও সংসার করতে চাইছেন রোশন সিং। আর সেজন্য আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলতে চাইছেন না রোশন সিং। এজন্য সোমবার  শ্রাবন্তীর নামে আদালতে মামলা করেছেন তিনি। অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চেয়ে ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ ধারায় মামলাটি করা হয়।

নিন্দুকরা মনে করছেন, খোরপোশের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন রোশন। তবে রোশন মনে করেন, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য রোশানের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবল অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।রোশনের আবেদনের প্রেক্ষিতে আগামী জুলাই মাসে শ্রাবন্তীকে তলব করেছেন আদালত।

প্রসঙ্গত, রোশন-শ্রাবন্তীর এক ছাদের তলায় থাকছেন না এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানারকম কটাক্ষের মুখে পড়তে হয়েছে দু’জনকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরোক্ষভাবে একে অপরকে কটাক্ষ করতে ছাড়েননি তারা। এর মাঝেই দু’মাস আগে থেকেই শ্রাবন্তীর নতুন করে প্রেমে পড়ার গুঞ্জন শোনা যাচ্ছে টালিগঞ্জের বিনোদন পাড়ায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer