Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন কে কে মেনন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ২০ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন কে কে মেনন

ভারতীয় চলচ্চিত্রে একজন গুণী অভিনেতা কে কে মেনন। ১৯৯৫ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন তিনি। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ার। অভিনয় করেছেন পঞ্চাশটির বেশি সিনেমায়। অভিনয়ের যাদুতে তিনি মুগ্ধ করেছেন সবাইকে।

কিন্তু এতো দিন অব্দি কে কে মেননকে তেমন কোনো স্বীকৃতি দেয়নি ভারত সরকার কিংবা কোনো অ্যাওয়ার্ড প্রতিষ্ঠান। অবশেষে সেই অপূর্ণতা ঘুচলো। বর্ণিল অভিনয় জীবনের জন্য ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার পেয়েছেন কে কে মেনন। তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়েছে। সম্প্রতি দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শেষে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

কে কে মেননকে পুরস্কৃত করা হয়েছে ‘মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর’ ক্যাটাগরিতে। নিজের ইনস্টাগ্রামে পুরস্কারের ছবি শেয়ার করেছেন অভিনেতা। সেই সঙ্গে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

জানা গেছে, ২০ ফেব্রুয়ারি সরকারিভাবে কে কে মেননের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, কে কে মেননকে সর্বশেষ ২০২০ সালে ‘স্পেশাল ওপিএস’ নামের ওয়েব সিরিজে দেখা গেছে। যেখানে তিনি হিম্মত সিং নামের একজন এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটি ব্যাপক প্রশংসিত হয়েছিল। বিশেষ করে কে কে মেননের ভূমিকা সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables