Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

পরিবারসহ কোয়েল মল্লিক করোনামুক্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ৩ আগস্ট ২০২০

প্রিন্ট:

পরিবারসহ কোয়েল মল্লিক করোনামুক্ত

কোয়েল মল্লিক গত ১০ জুলাই টুইট করে জানান, তিনি, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক ও নিসপাল সিংহ কোভিড-১৯-এ আক্রান্ত। চিকিৎসকের নির্দেশমতো তারা হোম কোয়রেন্টাইনে ছিলেন। রোববার টুইট করে কোয়েল জানিয়েছেন, তারা প্রত্যেকেই এখন করোনামুক্ত এবং সুস্থ আছেন।

শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে কোয়েল টুইট করেছেন, প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনও শব্দ নেই আমাদের কাছে। আমরা প্রত্যেকে সেরে উঠেছি। কোভিড-১৯ টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে সবার।

অন্যদিকে প্রবীণ সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী করোনায় আক্রান্ত হওয়ায় তার মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীও হোম কোয়রেন্টাইনে চলে যান। তবে তিনি করোনা টেস্ট করালে তার রিপোর্ট নেগেটিভ আসে। ঊষসীর কথায়, এমনিতেও বাবা আর আমার ফ্ল্যাট আলাদা, অন্য ফ্লোরে। তবুও টেস্ট করাই, আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। শ্রীময়ীর শুটিংয়ে ফিরতে চাই। প্রোডাকশন থেকে অনুমতি পেলেই শুটিং শুরু করব। বাবা আপাতত চিকিৎসাধীন আছেন, তার অবস্থাও স্থিতিশীল।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables