Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

বলিউড পরিচালক-প্রযোজক হরিশ শাহ আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ৮ জুলাই ২০২০

প্রিন্ট:

বলিউড পরিচালক-প্রযোজক হরিশ শাহ আর নেই

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন বর্ষীয়ান বলিউড পরিচালক-প্রযোজক হরিশ শাহ (৭৬)। মঙ্গলবার  মুম্বাইয়ের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

হরিশ শাহের ভাই বিনোদ শাহ তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ১০ বছর ধরে গলার ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে গেলেন।

মঙ্গলবার বিকেলেই মুম্বাইতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে তার বিদায়ে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কেউ উপস্থিত হতে পারেনি। তার মৃত্যুর খবরে ও শক্রঘ্ন সিনহাসহ বেশ কয়েকজন তারকা শোক প্রকাশ করেছেন।

বলিউডে প্রযোজক হিসেবে যাত্রা হরিশ শাহ’র। ‘মেরে জীবন সাথি’, ‘কালা সোনা’, ‘রাম তেরে কিতনে নাম’র মতো সিনেমা প্রযোজনা করেছেন তিনি।

১৯৮০ সালে পরিচালক হিসাবে কাজ শুরু করেন হরিশ শাহ। তার প্রথম সিনেমা ঋষি কাপুর-নীতু কাপুর অভিনীত ‘ধন দৌলত’। ধর্মেন্দ্র ও শক্রঘ্ন সিনহা অভিনীত ‘জলজলা’ সিনেমার পরিচালকও ছিলেন তিনি।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওল ও টাবুর ‘জাল’ সিনেমা প্রযোজনা করেন হরিশ শাহ। এটিই ছিল তার প্রযোজিত শেষ সিনেমা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer