Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৪ ১৪৩২, মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫

প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসালেন ভাইজান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ৯ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসালেন ভাইজান

ছবি- সংগৃহীত

ঢাকা : বিপিএলের ৭ম আসরের বর্ণিল উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও সুপারস্টার সালমান খান। মঞ্চে পারফর্মেন্সের পর সালমান ও ক্যাটরিনা স্টেজে কথা বলেন।এসময় সালাম দিয়েই সালমান খান বলেন, কেমন আছ? এখানে এত মানুষ আমাদের দেখতে এসেছেন। আমরা ভাগ্যবান।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা সবাই শেখ হাসিনাকে ভালোবাসি। তার নামই হাসিনা নয়, তিনি সত্যিই হাসিনা। তার অমায়িক হাসি, তার চোখে মুগ্ধ আমি।’এ সময় প্রধানমন্ত্রীকে হাস্যজ্জ্বল দেখা যায়। তিনি লজ্জায় চোখ ঢাকেন।

সালমান খান এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।এর আগে, ভিভিআইপি গ্যালারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

Walton
Walton