Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

এবার বিবাহিত ও ডিভোর্স প্রাপ্তদের নিয়ে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ২১ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

এবার বিবাহিত ও ডিভোর্স প্রাপ্তদের নিয়ে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’

ঢাকা : শুধুমাত্র বিবাহিত অথবা ডিভোর্স প্রাপ্ত নারীদের নিয়ে দেশে প্রথমবারের মতো শুরু হলো সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’। এই প্রতিযোগিতার আয়োজন করেছে অপূর্ব ডট কম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছিল ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ এ অংশ নেয়ার জন্য আবেদনের সময়। সেখানে প্রায় আট হাজার নারী আবেদন করেন। তাদের মধ্যে ছবি ও বায়োডাটা দেখে ৫০০ প্রতিযোগী বাছাই করা হয়। এরই মধ্যে শুরু হয়েছে প্রাথমিক অডিশন। সেখানে প্রায় ২০০ প্রতিযোগী টিকে আছেন। তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ায় নেয়া হবে ১০০ জন প্রতিযোগী। এরপর বিভিন্ন ধাপে ধাপে প্রতিযোগী বাচাইয়ের পর ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর, ঢাকায়। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডিসেম্বরে অংশ নেবেন চীনে।

জানা গেছে, এবারের ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’র বিচারকদের দায়িত্বে আছেন অভিনেত্রী জাহারা মিতু, অপূর্ব আবদুল্লাহ, মডেল অন্তু করিম।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables