Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

এবার মায়ের পছন্দে বিয়ে করবেন অপু বিশ্বাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

এবার মায়ের পছন্দে বিয়ে করবেন অপু বিশ্বাস

ঢাকা ; বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে চলচ্চিত্র নিয়ে না থাকলেও নিজের বিয়ে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের কাজ ও ছেলে আব্রামকে নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে।

কিন্তু গত দুই বছরে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ও ‘শটকার্ট’ ছাড়া আর কোনো ছবি হাতে পাননি এই ঢালিউড কুইন। ছবি দুটি এখনো মুক্তির প্রতীক্ষায়। তবে সম্প্রতি জানা গেছে, গড়তে চান নতুন সংসার।

বিয়ের জন্য তার পরিবার পাত্রও দেখা শুরু করেছে। এ বিষয়ে অপু বলেন, ‘পরিবার থেকে পাত্র দেখছে। তারা চায় আমি সংসার করি। এখন পরিবার অবশ্যই আমার ভালো চাইবে। তাই তারা যেহেতু চায়, সেহেতু আমিও চাই।’

একবার নিজের পছন্দে শাকিবকে বিয়ে করেছি, তবে এখন পরিবারকেই প্রাধান্য দিতে চাই।

তিনি আরো বলেন, ‘আমার বাবা নেই। মা-ই একমাত্র অভিভাবক। তিনিই পাত্র নির্বাচন করবেন। এবার মায়ের পছন্দই আমার পছন্দ।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables