Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

‘বিনি সুতোয়’ ছবির ফার্স্ট লুকে সাদামাটা ঋত্বিক-জয়া জুটি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ২৪ জুন ২০১৯

প্রিন্ট:

‘বিনি সুতোয়’ ছবির ফার্স্ট লুকে সাদামাটা ঋত্বিক-জয়া জুটি

ঢাকা : শাড়ি, চশমা, টিপের শান্ত বাঙালি চেহারা। পাশে বসা যুবক তুলনায় কিছুটা অস্থির। ওঁরা জয়া আহসান এবং ঋত্বিক চক্রবর্তী। অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’ ছবির ফার্স্ট লুকে সদ্য এ ভাবেই প্রকাশ্যে এলেন ঋত্বিক-জয়া জুটি।

সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে অতনু লিখেছেন, ‘ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকাখানি...।’

সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পর এ বার অতনুর সঙ্গে কাজ করলেন জয়া।শুধু অভিনয় নয়, এ ছবিতে গানও গেয়েছেন জয়া।

প্রায় মেকআপহীন লুক পছন্দ হয়েছে দর্শকদের বড় অংশের। অতনুর পর্দায় গল্প বলার মুন্সিয়ানা তাঁর অন্যান্য ছবির মতো এ ছবিকেও আলাদা মাত্রায় পৌঁছে দেবে বলে মনে করেন টলি পাড়ার একটা অংশ। জয়া, ঋত্বিক ছাড়াও কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, খেয়া চট্টোপাধ্যায়ের অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে ছবিটি।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables