Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৪ ১৪৩২, বুধবার ৩০ জুলাই ২০২৫

ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ৫ জুন ২০২৫

প্রিন্ট:

ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

ফাইল ছবি

ঈদ এলে জমজমাট হয়ে ওঠে দেশের চলচ্চিত্র অঙ্গন। প্রতি ঈদে মুক্তি পায় একগুচ্ছ সিনেমা। এবারের চিত্রও একই রকম। কোরবানির ঈদ উপলক্ষে মুক্তির তালিকায় রয়েছে ৬ সিনেমা। তবে সপ্তাহখানেক আগেও তালিকায় ছিল ১০ সিনেমার নাম। শেষ দিকে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে ৪ সিনেমা।

মুক্তির তালিকায় থাকা ৬ সিনেমারও নেই জোরালো প্রচার। ঈদের বাকি দুই দিন। গত সপ্তাহেও মুক্তির তালিকায় ছিল ১০ সিনেমার নাম। কদিন আগে সরে দাঁড়িয়েছে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ও ফরহাদ হোসেনের ‘নাদান’। এ ছাড়া পোস্টার প্রকাশের পর থেমে গেছে রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’-এর প্রচার।

এখন পর্যন্ত টিকে আছে রায়হান রাফী পরিচালিত  ও শাকিব খান-সাবিলা নূর অভিনীত ‘তাণ্ডব’, সঞ্জয় সমদ্দার পরিচালিত ও মোশাররফ করিম-শরিফুল রাজ-তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’, মিঠু খানের পরিচালনায় আরিফিন শুভ-মন্দিরার ‘নীলচক্র’, সানী সানোয়ারের পরিচালনায় বাঁধন-পূজা ক্রুজের ‘এশা মার্ডার: কর্মফল’, তানিম নূরের তারকাবহুল ছবি ‘উৎসব’ ও আলোক হাসানের পরিচালনায় আদর আজাদ-পূজা চেরী অভিনীত ‘টগর’। এই ছয় সিনেমাই মুক্তি পাচ্ছে ঈদে। এরইমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে ছবিগুলো। তবে এখন পর্যন্ত হল বুকিংয়ের খবর পাওয়া যায়নি কোনো সিনেমার।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables