Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৫ ১৪৩২, মঙ্গলবার ২০ মে ২০২৫

ফ্রান্সে শর্মিলা : কানে সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৭, ১৯ মে ২০২৫

প্রিন্ট:

ফ্রান্সে শর্মিলা : কানে সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’

ফাইল ছবি

কান চলচ্চিত্র উৎসবে এবারের ৭৮তম আসরে প্রদর্শিত হচ্ছে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। তাই নিজের অভিনীত সিনেমার প্রতিনিধিত্ব করতে ফ্রান্সে উড়াল দিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

সোমবার কানের স্থানীয় সময় ৪টা ৪৫ মিনিটে কান ক্লাসিকসে প্রদর্শিত হবে সিনেমাটি। উৎসবের বুনোইল থিয়েটারে সিনেমাটি অগ্রিম টিকিট কেটে দেখার সুযোগ পাবেন দর্শক।

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসে পারিপার্শ্বিক সম্পর্কের সমীকরণ নিজের মতো করে তৈরি করেন চিত্রনাট্যকার মাণিকবাবু। মুক্তির পাঁচ দশকের বেশি সময় পেরোলেও সত্যজিতের এ সিনেমা আজও দুলিয়ে দেয় দর্শক হৃদয়।

জানা যায়, অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পাশাপাশি ভারতীয় ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড মেম্বার তথা পরিচালক ওয়েস আন্ডারসনেরও কান উৎসবে অংশ নেয়ার কথা রয়েছে।

প্রেক্ষাগৃহে ‘অরণ্যের দিনরাত্রি’ মুক্তি পায় ১৯৬৮ সালে। সত্যজিত রায়ের এ সিনেমা সংস্কারের কাজ শুরু হয় প্রায় দু’বছর আগে। ছেলে সন্দীপ রায় সিনেমাটি ফোর-কে সংস্করণের কাজ হাতে নেন। নতুন এ ভার্সনই প্রিমিয়ার হচ্ছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে।

পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে সিনেমাটির। সে সিনেমার শুটিংয়ের স্মৃতি মনে করে অভিনিত্রী শর্মিলা সংবাদমাধ্যমে বলেন,
পালামৌ জঙ্গলে শুটিং হয়েছিল। শুটিংয়ের সময় অনেক গরম ছিল। তাই দুপুরে শুটিং হত না। ওই সময়ে আমরা আড্ডা দিতাম। মজা করতাম। পাশের আদিবাসী গ্রামগুলোতে ঘুরতে যেতাম।

কালজয়ী এ সিনেমায় শর্মিলা ঠাকুর ছাড়াও অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষ, শমিত ভঞ্জ, পাহাড়ি সান্যাল, শুভেন্দু চট্টোপাধ্যায়, কাবেরী বসু, সিমি গারিওয়ালদের মতো গুণী অভিনয়শিল্পীরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer