Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩১, মঙ্গলবার ২৮ মে ২০২৪

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে বিবাহবার্ষিকীতে একফ্রেমে অভিষেক-ঐশ্বরিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ২১ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে বিবাহবার্ষিকীতে একফ্রেমে অভিষেক-ঐশ্বরিয়া

ফাইল ছবি

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক ভাঙনের। তবে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে এক ফ্রেমে ধরা দিলেন এ তারকা দম্পতি। ছবিতে তাদের সাথে মেয়ে আরাধ্যাও ছিল।

শনিবার  ছিল বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের ১৭তম বিবাহবার্ষিকী। এদিন দিনভর পরস্পরের জন্য কোনো শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি তারা

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া। নীল নয়না এই সুন্দরী ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

ছবিতে দেখা যায়, মায়ের কাঁধে মাথা এলিয়ে রয়েছে আরাধ্যা। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের, ছবিটি তুলেছেন ঐশ্বর্য।

অ্যাশের পোস্ট করা ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এদিকে অভিষেক-ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যার টানা চোখ, অমলিন হাসি আর নতুন হেয়ার স্টাইলে বুঁদ নেটপাড়া। আরাধ্যার এই ট্রান্সফরমেশন থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই।

এদিকে ঐশ্বরিয়ার পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অভিষেক। ঘরোয়া সেলিব্রেশনেই এই বিশেষ দিনটি কাটিয়েছেন তারা।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে সেরেছিলেন অভিষেক-ঐশ্বর্য, চার বছর পর ২০১১ সালের নভেম্বরে জন্ম হয় আরাধ্যার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer